. মানুষ বদলে যায়
তার সময়ের প্রযোজনে !
তার কর্ম বেঁচে থাকে
ইতিহাসের পাতায় !
কারও কর্মে সমাজ
উপকৃত হয়,
আবার কারও কর্মে
জাতি ধবংস হয়।
কিন্তু মানুষ চলে যায় তার
সময়টা ছেড়ে !
তার কর্ম মানুষের কাছে
প্রশংসিত ও আশীর্বাদ -
হয়ে থাকবে !
আবার কোনো কর্ম
মানুষের কাছে,
অভিশাপ ও সমালোচিত -
হয়ে থাকবে !
মানুষ চলে যায়
তার কর্ম ইতিহাসের
পাতায় লিখে !