রাতের আঁধারে
দিন হারিয়ে যায়।
ভরা বর্ষায় নদীর
যৌবন ফিরে পায় ।
কখনো সাগরের তুলনায়
নদী বিলীন হয়ে যায় ।
ঠিক তেমনি ,
মানুষ সম্পদ অর্জন করতে-
অনেক কিছু চায় ।
আবার অনেক আকংঙ্খায়
তার সবকিছু হারায় ।
এ দুনিয়াতে যেন মানুষ ,
এক স্বার্থের খেলায় ,মেতে আছে ।
স্বার্থে আঘাত আসলে ,
মানুষ বদলে যায়।
আজ মানুষ ,সময়ের কাছে ,
বড় অসহায় ।।
০৫/০৪/১৭ইং