. মানুষের অপেক্ষায়
পড়ে আছে।
মানুষ অনেক কিছু পায়
আবার অনেক কিছু হারায়।
কখনো টাকার অপেক্ষায়
সংসারে দারিদ্রতায় চলে।
কখনো ভালোবাসার অপেক্ষায়
হয় তো কারো হাতে ফুল দিবে,
সেই অপেক্ষায়।
কখনো সন্তানের অপেক্ষায়
উত্তসূরি রেখে জেতে চায়।
আবার কেউ বা অপেক্ষায়
সব কিছু হারিয়ে রাস্তায় ঘুরায়,
কারো ধন সম্পদ এমন কি,
মান সম্মান হারায়।
সকল অপেক্ষা ভুলে গিয়ে
শেষ বেলায়,
তার জীবন টা হারায়।
মানুষ আজো অপেক্ষায়
সারাটা জীবন তার,
অপেক্ষায় চলে যায় !
——————///——
রোকন আহমেদ।
তাং ৩০/০৩/১৭ইং