* কত মনের কত মানুষ
দেখলাম জনম ভরে ;
মানুষ যদি চিনতে পারতাম
ভাবনা করতাম তার সনে।
তুমি মানুষ ; আমি মানুষ
জানা ছিল তাই ;
বাহিরের রূপ দেখিয়া
মানুষ চেনা দায়।
কারও রঙ সাদা আছে
কারও রঙ কালো ;
রক্তের রঙ লাল কেন ?
তারে নিয়ে ভাবও।
কত মানুষ সুখের জীবন
দালান কোঠায় ঘুমায় ;
আবার কত মানুষ দুঃখের জীবন
ফোট-পাতে ঘুমায়।
কত মানুষ দৌড়ায় পার্কে
খাদ্য হযম করে;
আবার কত মানুষ ক্ষুধার জ্বালায়
দুয়ারে দুয়ারে ঘুরায়।
কেহ ছইয়দ কেহ ব্রান্মণ
জাতের বিচার করলে ;
সেই মানুষ তো মরে
চলে গেল অন্ধকার কবরে।
কত মনে কত মানুষ
দেখলাম জনম ভরে ;
মানুষ যদি চিনতে পারতাম
ভাবনা করতাম তার সনে।
রচনাঃ-রোকন আহমেদ।
তাং ১৩/১১/১৭ ইংরেজী।