পৃথিবীর আঁধার কিছু
সময় স্হাযী হয়,
সুর্য্য উদয়ে সাথে
হারিয়ে যায় পৃথিবীর আঁধার।
আবার ফিরে এসে আলো
মানুষ জয় করে নেয়,
এই সময় টুকু।
কোনো কোনো মানুয়ের
হৃদয় এতই আঁধার,
সেখানে আলো ডুকেনা।
সে সারা জীবন অন্ধকারে
ডুবে থাকে,
মানুষের সন্মান ও ভালোবাসা
তার কাছে কিছুই নয়।
এমন কি তার ভালো মন্দ
সে বুঝে উড়তে পারেনা,
মানুষ বড় অদ্ভত
তারে চেনা যায়না !!!