মানুষ বড় অদভুত কেউ করে সুখ,
      অল্প সময়ে এ জগতে সব-
      কিছু করে নিতে চায় ভোগ !

      আবার কেউ করে দুঃখ
      নিরবে কেঁদে ভেসে যায়,
      সারা জীবন তার বুক !

      কারো দুঃ খ এমনি হয়,
      অকারনে হাসিতেছে সে,
কিন্তু হৃদয়ে তার গেঁথে আছে দুঃখ !
           মানুষ বড় অদ্ভুত।