. আজকের এই দিনে এই মঞ্চে
শত,শত হাতে করতালি বেজে উঠে,
এক,বিদায় সম্বর্ধনায় !
আজ দেখবো,কারো মনে
আনন্দে সানাই বাজে,
নৃত্যের তালে তালে !
আবার কারও চোখে
বেদনার অশ্রু ঝড়ে যায়,
বর্ষার জলে !
আজ,কে যেন পাঠ করবে মানপত্র
আমি শুনবো বিনয়ের সাথে !
আজ একে একে বলবে
অতীতের কিছু কথা,
কেহ শুনে হাসবে
আবার কেহ শুনে কাঁদবে !
এই কর্ম জীবনটা কারো মনে
স্বার্থক করে নেয়,
আবার কারো মনে
বেঁদনায় জেগে উঠে !
জীবনের শেষ প্রান্তে
চলে আসে অবসরে !
কত সুখ করিয়াছি ভোগ
আপনাদের সাথে,
আবার কত দুঃখ
বেঁধে দিয়েছি
আপনাদের মনে !
ক্ষমা কর ওগো বন্ধু আমায়
এই মিনতি করি মঞ্চে।
আঁধারে আলো জ্বলেছিল,
নিভে যাবে জীবনের শেষ প্রান্তে ।
তবুও অবসরে যেতে হয়,
মানপত্র দেয়ালে রেখে !
———————-///————
রচনাঃ রোকন আহমেদ।
৩০/০৬/২০১৭ ইংরেজী।