.       দুনিয়া দেখো,একবার ভাবো
        কে দিয়েছে ফল,ফুল মিষ্টি ?
        এতো সুন্দর দুনিয়াটা
        আল্লাহ করছে সৃষ্টি !

        দুনিয়া দেখো,একবার ভাবো
        কে দিয়েছে ফল,ফুল মিষ্টি ?

        কোরআন পড়ো বিশ্বাস রেখো
        পাবে মনে প্রশান্তি,
        এ যুগে ফেতনার গল্পে
        আছে শুধু ভ্রান্তি !

        দুনিয়া দেখো,একবার ভাবো
        কে দিয়েছে ফল,ফুল মিষ্টি ?

        মাসজিদে এসো নামাজ পড়ো
        পাবে তুমি মনের শান্তি,
        দুনিয়া তোমায় ব্যস্ত রাখে
        শয়তান করে বন্দী !

        দুনিয়া দেখো,একবার ভাবো
        কে দিয়েছে ফল,ফুল মিষ্টি ?

        সিয়াম করো তারাবি পড়ো
        শুনবে খতমে কোরআন তুমি,
        এতেকাফে ইবাদত করো
        শয়তান আছে বন্দী !

        দুনিয়া দেখো,একবার ভাবো
        কে দিয়েছে ফল,ফুল মিষ্টি ?

        যাকাত দাও,গরীব খুঁজে
        জাহান্নাম করো ভয় তুমি,
        ধন সম্পদ পড়ে রবে
        জবাবদিহি হবে তুমি !

        দুনিয়া দেখো,একবার ভাবো
        কে দিয়েছে ফল,ফুল মিষ্টি ?

        নবীর শানে দরুদ পড়ো,
        তিনি মোদের কান্ডারী,
        তাহার সুন্নায় জীবন সাজাও
        শাফায়াত নছিব করবেন নবী !

        দুনিয়া দেখো,একবার ভাবো
        কে দিয়েছে ফল,ফুল মিষ্টি ?
        এতো সুন্দর দুনিয়াটা
        আল্লাহ করছেন সৃষ্টি !
                  --------///-------

        মোঃ রোকন আহমে।
        লন্ডন থেকে।
        ২৩ জানুয়ারি ২০২০ ইংরে।