* সুখ তুমি করে গেছো
লালিত জীবনে।
সময়কে করোনা অবহেলা,
যত দিন যাবে।
আঁধার আলো জাগে,
সীমিত সময়।
আলোকে গ্রাস করে আঁধার
থেমে যায় জীবনের গতি।
গনার কয়টি দিন
যাবে দ্রুত চলে।
আজি তুমি কাজে যাও
সময়কে বুঝে নাও
পাবে সময়ের মূল্য,
জীবনের প্রয়োজনে।