. বিপদে মানুষের জীবন
স্তব্ধ হয়ে পড়ে !
তাকে ধৈর্য্যে সাথে বুঝে নাও,
কেন না,ধৈর্য়্যে হারিয়ে ফেললে,
জীবন বিফলে শেষ করে ফেলবে !
কোনো কোনো বিপদ মানুষের
সম্মানে আঘাত আসে !
মানুষ সমাজে সর্তকতার
সাথে চলাতে হয় !
আবার কোনো কোনো বিপদ
মানুষকে শারীরিক
বঞ্চনায় ঠেলে দেয় !
কখনো আর্তীক সংকটে
মানুষকে ধাবিত করে,
এমন কি মানুষে মৃত্যুর দিকে
ঠেলে দেয় !
জীবন বড় কঠিন
এই সব বিষয় গুলি,
অতিক্রম করে চলে যাওয়ার,
নামই জীবন !