.   জীবন মানে অস্তিত্ব, অস্তিত্বকে
    ধারণ করে সুখ দুঃখ।

    সুখ দুঃখকে পরিবর্তন করে
    তার প্রচলিত সময়।

    যখন সময়ের সমাপ্তি আসে,
    তখন অস্তিত্ব বিলিন হয়ে যায়,
    অর্থাৎ তার মৃত্যু অনিবার্য।                

    কারণ,সময়ের সাথে জীবনের মিত্রতা
    মৃত্যুর আগ পর্যন্ত,অটল থাকে।

    ২ জীবন মৃত্যু নিকটবর্তী।

     পৃথিবী জীবনকে আপ্যায়ণ করে,
     তার স্বরূপ উপভোগ করার জন্য।

    অথচ মৃত্যু জীবনকে,পৃথিবী থেকে
    চিরতরে বিচ্ছেদ করে ফেলে
    তার গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য।
             ---///---
    মোঃ রোকন আহমেদ।
    ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ।