.     বেইমানের মনে স্রষ্টার ভয় নেই
      আছে তার যত সব,
      তর্ক বিতর্কে যুক্তি।

      সে সত্যর মুখাপেক্ষী হয়
      মিথ্যার আশ্রয় নিয়ে,
      তার মিথ্যা জীবিত
      থাকে কিছু দিন।

      মুমিনের মনে স্রষ্টার ভয় আছে
      তার বিশ্বাসকে ধরে রাখে,
      ধীরও মনে।
      
      সে মিথ্যা মুখাপেক্ষী হয়
      সত্যের বলয়ে,
      মৃত্যু ভয় ভীতির উর্ধে উঠে
      তার সত্যকে দাঁড় করে
      বিবেকের কাছে।

      যদিও মুমিনের মৃত্যু হয়
      এক দিন সত্য জেগে উঠবেই,
      সেদিন দেখবে মিথ্যার
      পরাজয় অনিবার্য।