. মিথ্যাবাদীর,আত্মসম্মন বলতে
কিছুই নেই !
ছলে কৌশলে মুখের জুড়ে
অবিরত মিথ্যা বলতে পারে !
হয় তো কারো জানানেই
সে একজন মিথ্যা বাদী !
সে নিজেকে জ্ঞানী ভাবে
আসলে সে জ্ঞানী নয়,
সে একজন জ্ঞান পাপী।
সে যত সব মিথ্যা প্রশ্রয়ে
মানুষকে বিব্রত করে,
সমাজে অশান্তি সৃষ্টি করে।
তার কথায় যুক্তি ও তর্কে
নিজের ক্ষমতা প্রকাশ
করতে চায় !
কিন্তু সে মুটেই সুস্থ নয়
তার মস্তিস্কে হিংসার
ব্যাধিতে আক্রান্ত !
আর এই হিংসার ব্যাধিতে
বার বার অপদস্ত হয়ে
মানবতার কাঠগড়ায় দাড়ায় !
-----///-----
মোঃ রোকন আহমেদ।
০১ আগস্ট ২০২১ সাল।