. দিনের শুরুতে সময়কে
ভাগ করে নাও,
হয় তো,বেলা শেষে অনেক
সাফল্যের দ্বারপ্রান্তে
তুমি পৌঁছে যেতে পারো !
যদি অলসতা বিছানায়
পড়ে থেকো,
তবে জেনে রেখো,
তুমি আর মৃত মানুষ
কোনো প্রার্থক্য নেই !
তোমার বিছানা আর কবর
দুটি সমানে সমান !
জেনে রেখো!
আল্লাহ দিনকে,কর্মের জন্য
সময় করে দিয়েছেন,
রজনীকে ক্লান্ত সময় টুকু
নিদ্রার জন্য রেখেছেন !
----///----
মোঃ রোকন আহমেদ।
১৮ এপ্রিল ২০২২ সাল।