, আজ গভীর রাতে দেখেছি,নিঝুম অন্ধকার,
আমি হারিয়েছি,মনের বনে,এবার।
নিদ্রাহীন চোখ নিয়ে,জেগে আছি গভীর রাতে,
কারো কোনো সাড়া নেই,পরিজন সবাই ঘুমে।
আজ অমবস্যা রাতে,নেই কোনো আলোর রেশ,
টেবিলে দেখেছি কেরোসনে ল্যাম্প,আলো ছড়িয়েছে বেশ।
হুতোম প্যাঁচা ডাকে,কাঠাল পাতার ছায়া তলে,
রাতভর বাদুড় ওরা,উড়ে বেড়ায় গহীন বনে।
ঘুম নেই মশার কামড়ে,করে জ্বালাতন,
পুরোনো ছেড়া মশারী,মশা করেনা নিবারণ।
উষ্ণতার হতাশায়,বিছানা দিলেম ছেড়ে ,
জানালা খুলে রেখেছি,মৃদূ বাতাসের আশে।
চাঁদনী রাতে,জোসনা আলোয় কখন যে ভয়ে যাবে ?
হাসনাহেনা ফুলের পূষ্পে,ভ্রমর মধূ হরণ করে নিবে।
আকাশ দেখি কত,মিটি মিটি তারায়,
কখনো যে হারিয়ে যায়,কালো মেঘের ধূসর ছাযায়।
আঁধার আবরণে নিস্তব্ধ ,এই নিথর রাত,
মুয়াজ্জিনের আযানে সুরে,
আবার আসিবে ফিরে প্রভাত।
----///----
মোঃ রোকন আহমেদ।
১৪ ই জৈষ্ঠ্য ১৪৩১ বঙ্গাব্দ।