.           আকাশে কালো মেঘ স্হায়ী নয়,
            বৃষ্টি এলে তার কলক্ষর মুছে যায় !

            আবার দেখবে তুমি
            নীল আকাশ মুক্ত মনে !    
            
            কিন্ত মানুষ সহজে
            ভালবেসে ফেলে,
            সময়ের প্রয়োজনে !

            আবার কিছু মানুষ
            রেগে যায় অকারনে,
            অন্যের প্রেমের প্রলোভনে পড়ে !

            সে কিন্তু,আজও তোমায়
            ভালবাসে নি ?

            শুধু দিয়ে গেল,
            কলক্ষর দাগ মেখে !