. হে ধনকুব,আপনাকে বলছি
আমি ভীষণ ক্ষুধার্ত।
আমি এক মুঠো ভাতের জন্য
আর্তনাদ করতেছি।
আমি ভীষণ ক্ষুধার্ত হয়ে
আপনার নিকটে এসেছি !
আমি আপনার প্লেটের
কোরমা পোলাও চাইনি।
শুধূ আপনার প্লেটের
অপচয় ভাত টুকু চাই।
হে ধনকুব,বিশ্বাস করুন
আমি ভীষণ ক্ষুধার্ত।
শুধূ এক মুঠো ভাতের জন্য
আর্তনাদ করচ্ছি।
আপনার খাদ্য অপচয় করে
ডাসবিনে ফেলে দিলেন।
আর আমি, ক্ষুধার যন্ত্রণায়
পৃথিবী থেকে নিঃশেষ হচ্ছি।
হে ধনকুব,আমাকে একটু
দয়া করুন,
আমি ভীষণ ক্ষুধার্ত।
আমার ক্ষুধার আর্তনাদে
পৃথিবীর মানুষ ব্যতীত,
সব কিছু স্তব্ধ হয়ে যাচ্ছে।
শুধু তোমরা শুনতে পারনি
আমার ক্ষুধার আর্তনাদ।
আমি পৃথিবীতে জম্মেছি বলে
দোষের কিছু নয়।
আমার বাঁচার অধিকার
তোমাদের মত হয়।
হে বিশ্বের করুণাময়
তোমার মজলুমে প্রতি
এ বিশ্বের ধনকুব ওরা-
আজ এতো নির্দয়।
------///------
মোঃ রোকন আহমেদ।
লণ্ডন থেকে।
৫ সেপ্টেম্বর ২০২০ ইংরেজ।