ভালো বাসি বলে ,
কেনো চলে গেলে ?
জীবনের যত সুখ,
করে গেলে ভোগ
এই হৃদয়টা ছিঁড়ে।
কাঁটা বনে গিয়েছি
নানান ফুল তুলেছি,
কতো কথা শুনেছি
তবু মালা গেথেছি,
এনে দিবো তোর গলে !
কেনো চলে গেলে ?
কতো মানুষ দেখেছি-
তোর ছবি একেছি,
তোর ছবি আঁকি বলে-
তুলি নিলে কেঁড়ে !
কেনো চলে গেলে ?
--------রোকন আহমেদ।
তাং ০৭/০৫/১৭ইং !