একটি প্রকৃতির কবিতা লিখেছি।আমার নামের সাতটি অক্ষর
ব্যবহার করেছি সাতটি স্তম্ভে। প্রতি স্তম্ভে প্রথম লাইনে,
প্রথম শব্দে অক্ষর গুলি দেখবেন,আমার নামের সাথে মিল।
------!!!------
রো<দ আকাশে চৈত্র মাসে
ভিষণ খরা ভাই,
জমি ফেটে,ফসল শুকায়
নদীতে পানি নেই !
ক<খন আসবে বৃষ্টি আবার
কারো জানা নেই,
বসন্ত এলো ঋতু রাজা
ফুলের পুষ্প পাই !
ন<তুন বৎসরে,পুরাতন বিদায়
চৈত্র মাসের গ্লানি,
সুখে দুঃখে ছয়টি ঋতু
বিদায় নিবে জানি !
আ<কাশ হবে মেঘে কালো
ঝড়,তুফানে বারি,
নতুন বৎসর,নতুন মাসে
বৈশাখ মাসে বৃষ্টি !
হ<য়তো এখন বিদায় নিবে
চৈত্র মাসের গ্লানি,
বরো ধানের বাম্পার ফসল
কৃষক,ধান কাটিতে দেখি !
মে<ঘের চাদর আকাশ সাঁজে
নেই তো সূর্য দেখা,
ঝড় তুফানে সারি সারি
পরছে গাছ পালা !
দ<ক্ষীণা হাওয়ায় আজও মোরে
বারে বারে ডাকে,
ঘুড়ি উড়ে আকাশ প্রাণে
নাটাই আছে হাতে !
--------///--------
মোঃ রোকন আহমেদ।
লণ্ডন থেকে।
ম৩ জানুয়ারী ২৯২১ সাল।