.     মাতৃ গর্ভে বিলিয়ে আছে
      মোর মন প্রান,
      পৃথিবীর এই দূর প্রান্তে
      হল মোর কর্ম-স্হান !

      শৈশব কৈশর কেঁটেছে তোমার
      স্নেহের ছায়ায়,
      জীবনের প্রযোজনে তোমায়
      ফেলে এসেছি হায় !

      পর দেশে অর্থের লোভে
      করিতেছি বাস,
      এ জীবন ব্যর্থ যাবে
      করে যদি জন্ম ভূমি অভিশাপ !

      তারি স্নেহে মিশে আছে
      মোর শৈশবের মধূময় স্মৃতি,
      তারি শিশিরে ভেঁজা ঘাসে
      ডোবেছে মোর পাঁ দু-'খানি !

      টেমসের জল দেখে হলাম
      পিপাসায় কাতর,
      যায়নি গো তৃষ্ণণা তার জলে
      খুজে বেড়াই মেলেটারী খালের
      সেই মধূ মাখা জল।
                
      কঁদম ফুলের সুবাসে ছড়িয়ে দিয়েছিল
      দখিনা হাওয়ায় সারাটা গাঁ,
      তাও আজ খুঁজে পাইনা পরদেশে
      আমি এক হত-বাগা !

      যারে অবুজ মন ফিরে যা ঘরে
      সেখানে তোর সুখ দুঃখ,
      বেঁচে থাক অভিমানে !
      ---------------///-----
      মোঃ রোকন আহমেদ।
      মাইলএন্ড (লন্ডন থেকে)
      তাং ১৪/০৪/১৪ইংরেজী।