. রাসুল নামের নুরে ঝড়ে
ধন্য হলো মরুর বালি,
যারে এ মন মরুদেশে
দোরুদ সালাম পাঠ করি !
রাসুল নামের নুরে ঝড়ে
ধন্য হলো মরুর বালি।
জবলে নুরের তুরে রাসূল
আল্লার ধ্যানে ছিলে তুমি,
জিবরাইলে সাক্ষাৎ ফেলে
শিখালো পাক কোরানের বাণী।
যারে এ মন মরুদেশে
দোরুদ সালাম পাঠ করি !
আল আমিন ছিলে রাসূল
বিশ্বয় নন্দিত তুমি,
আঁধারে আলো দিশারি তুমি।
তুমি উম্মতের কান্ডারি !
যারে এ মন মরুদেশে
দোরুদ সালাম পাঠ করি !
তোমার শানে দোরুদ পড়ি
আমি অধম পাপী গোনাগার,
শেষ বিচারে আশায় আছি
আবে কাওছার ফিলাবে
হে রাসুল আমায় !
যারে এ মন মরুদেশে
দোরুদ সালাম পাঠ করি ।
রাসুল নামের নুরে ঝড়ে
ধন্য হলো মরুর বালি,
যারে এ মন মেরুদেশ
দোরুদ সালাম পাঠ করি !
-----------///-----
মোঃ রোকন আহমেদ।
লণ্ডন থেকে !
০১ জুন ২০১৯ ইংরেজী !