- জীবনটা বড় সংকটময়
অভাবে সময় কে
করে বিপর্যয়,
নিযে যায জীবনকে দারিদ্রে।
জীবন তো চলিতেছে দুঃখে-কষ্টে।
পরের স্বার্থ আমি-
করে ছিলাম কর্ম বাঁধন,
এ যৌবন বৃথা গেল,
আমায় না চিনিল এখন !
কর্মে ফল খুঁজেতেছি অনাহারে;
সময় তোর চলে গেল
আজ ফিরে এলে ঘরে।