১ নং-
    ভাগ্য কারো দুয়ারে
    এসে নাড়া দেয়না,
    ভাগ্যর পরিবর্তন শ্রম দিয়ে
    করতে হয়!

    ২ নং-
    অলসতায় মানুষের সময়
    ক্ষয় করে দেয়,
    যেটা মানুষের কাম্য নয়!
    অলসতা মানব জীবনে
    এক বড় অভিশাপ!
    অলসতায় সুস্থ মানুষের হাতে
    ভিক্ষার ঝুলি ধরিয়ে দেয় !
           ----///---
    মোঃ রোকন আহমেদ।
    ১৪ মার্চ ২০২২ সাল।