.       দেখেছি তোমার মনের যত
        ক্ষোভ আর হিংসা,
        এটাই তো,তোমার মনের রোগ
        এ এক,পাপের নেশা।

        জেনে নাও,হিংসা অহংকার 
        শয়তান করিতে জানে,
        হিংসার বীজ রূপন করে
        শয়তান মানুষের মনে।

        হিংসা যতই করো তাকে
        কি যায় আসে তাহার ?
        আপনার হিংসা,আপনার রূপে
        মানুষ দেখিতে পায় বার বার।

        নেই তো নিজে কর্ম দক্ষতা
         আছে শুধু হিংসা বিদ্বেষ,
        পরের কর্মের দক্ষতা দেখে
        নিজে হলে,পরস্পর থেকে বিচ্ছেদ।

        হিংসা বিদ্বেষ ভুলে যাও ভাই
        এটা তো,শয়তানে শুভা পায়,
        মানুষ তো,মানুষের কল্যাণে
        মানুষের ভালোবাসার প্রত্যাশায়।
                  ----------///----------
        মোঃ রোকন আহমেদ।
        ১৫ আগস্ট ২০২১ সাল।