. তোমার অহংকার ভেঙ্গে দাও
একা চলা পথ পরিহার করো,
তোমাকে পিছনে ঠেলে দিবে !
মনের বৈষম্য দূরে ফেলে
চলে এসো বাহিরে !
ধোঁয়ায় আচ্ছন্ন সমাজকে
মুক্ত করে নাও !
প্রতিটি স্তরে আগুনে ফুলকি উড়ে
বিচ্ছিন্ন জাতি আজ সমাজে অসহায়
তোমাকে খোঁজে।
একটি সু-শৃংখল সমাজ জাতিকে
উপহার দাও,
জাতি তোমাকে খোঁজে !