. মানুষের সৌরভ ধরে রাখে
জীবনের প্রতিটি প্রহরে,
তার ধীর গতিতে।
কোনো কোনো মানুষের
সৌরভ হারিয়ে যায়,
নদীর প্রবাহের মতো অকালে।
এই জীবন যুদ্ধ অনেক কঠিন
এখানে জাতি ধর্ম, বর্ণ সমাজ,
মানুষে ধারণ করে ।
মানুষ কোনো কোনো সময়
খ্যাতিমান হয়,
আবার কোনো কোনো সময়
মানুষ পরাজয় হয়।
এই জগত,সংসার,আতীয় স্বজন
মানুষ তার জীবনে উপলব্ধি করে।
কিন্তু,কখনো ভাবেনি মানুষ
তার কত আশা আকাঙ্খা -
পরিত্যাগ করে,
ফিরে যাবে গোধূলি সন্ধ্যায়।
আজ তার জীবন,জগত সব কিছু স্তব্ধ
শুধূ মৃত্যু তাকে আলিঙ্গন করছে।
-------;------
মোঃ রোকনআহমে।
লন্ডন থেকে।
১৪ই এপ্রিল ২০২০ ইংরেজি।
অনেক বেদনা নিয়ে এই কবিতাটি লিখেতছি।
আজ বিকেল পাঁচ টা ত্রিশ মিনিটে আমার ভগ্নিপতি,
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রয়েল লন্ডন
হসপিটেলে পরলোক গমন করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন