সুরা আল মুলকের আলোকে রচিত করেছি।
              -----------------------------
.      পূর্ণ্যময় তিনি,যার হাতে রাজত্ব।
        তিনি সবকিছুর উপর
        সর্বশক্তিমান।
        সুরা আল মুলক আয়াত ১

        হা,তিনি একমাত্র আল্লাহ।
        এই নবমন্ডল ভু্ূমন্ডলে,
        যার একমাত্র রাজত্ব। 
        এই আসমান,জমিনে
        তারই আধিপত্য,
       তিনি আমার সৃষ্টিকর্তা আল্লাহ।

        যিনি সৃষ্টি করেছেন জীবন মরণ
        যাতে তোমাদেরকে পরিক্ষা করেন,
        কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ট ?
        তিনি পরাক্রমশালী ক্ষমাময়।
        সুরা আল মুলক আয়াত ২

        আমি সাক্ষী দিচ্ছি,যেহেতু
        মানুষ ও জ্বীন সৃষ্টি করেছেন,
        নিশ্চয় মানুষ ও জ্বীনের জন্যে
        জীবন মরণ রেখেছেন।
        অতএব আমরা মানুষ ও জ্বীন
        আমাদের কর্মে,পাপ পূর্ণ্য থাকবে,
        আমরা সৃষ্টিকর্তার পরিক্ষায়
        উত্তিন্ন হয়ে শ্রেষ্ট হবো।
        আর অপরাদের জন্যে
        আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবো।
        নিশ্চয়ই তিনি পরাক্রমশালী -
        মহান ক্ষমাময়।
        তিনি আমার সৃষ্টিকর্তা আল্লাহ।

        তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে
        সৃষ্টি করেছেন।
        তুমি করুণাময় আল্লাহ তাআলার
        সৃষ্টিতে কোনো তফাত দেখতে পাবেনা
        আবার দৃষ্টি ফেরাও,
        কোনো ফাটল দেখতে পাও কি ?
        সুরা আল মুলক আয়াত ৩

        অবশ্যই সপ্ত আকাশ স্তরে স্তরে
        সৃষ্টি করেছেন,
        আমরা আল্লাহ তাআলার
        সৃষ্টির প্রসংশা করি।
        তিনি এই আকাশে চন্দ্র সূর্য
        গ্রহ ও অসংখ্য নক্ষত্র
        স্হাপন করে রেখেছেন।
        এবং মেঘের ভেলা আকাশে
        শূন্য রেখেছেন।
        তাতে কোনো তফাত নেই
        এবং তার সৃষ্টির কোনো ত্রুটি নেই।
        তিনি আমার সৃষ্টিকর্তা আল্লাহ।
                    -------------///---------
        মোঃ রোকন আহমেদ।
        ২৭ অক্টোবর ২০২১ সাল।

In whose hands the kingdom