সূরাহ ইয়াসীন ইহার প্রথম পাচঁটি আয়াত নিয়ে রচিত।
------------------------------
. ১: ইয়া-সীন !
ইয়া-সীন ইহার অর্থ মানুষের
জ্ঞানের বাহিরে,
ইহার অর্থ আল্লাহ ভালো জানেন !
২: প্রজ্ঞাময় কুরআনের কসম !
নিশ্চয়ই এই কুরআন মানব জাতির
কল্যাণের জন্য প্রেরিত হয়েছে !
৩: নিশ্চয় আপনি রাসুলগণের একজন !
হজরত মুহাম্মদ মুস্তাফা সঃ আল্লাহর
প্রেরিত রাসুলগণের মধ্যে একজন !
৪ : সরল পথে প্রতিষ্ঠিত !
মানব জাতির কল্যাণে রাসুলগণ
সরল পথে প্রতিষ্ঠিত,
যাহতে মানুষ পাপাচার ছেড়ে
জান্নাতের দিকে অগ্রসর হয় !
5: কুরআন পরাক্রমশালী পরম-
দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ !
নিশ্চয়ই পবিত্র কোরআন আল্লাহর
তরফ থেকে অবতীর্ণ হয়েছে,
পবিত্র কুরআন থেকে মানুষ
সঠিক জ্ঞান অর্জন করে দুনিয়া ও
আখেরাতে সফলকাম হবে !
-----///-----
মোঃ রোকন আহমেদ।
২৮ শে মাঘ ১৪২৯ বঙ্গাব্দ।
১১ই ফেব্রুয়ারী ২০২৩ খ্রিস্টাব্দ।
১৯ শে রজব ১৪৪৪ হিজরি।