. তোমাকে প্রয়োজন হবে
যদি তোমার টাকা থাকে,
তখন তোমার যোগ্যতার ও
মেধার প্রশ্নই আসে না !
কিছু মানুষের কাছে
সময়ের প্রয়োজনে,
তুমি সম্মানীত হবে।
আর যদি তোমার সময়ের-
পরিবর্তন আসে,
তখন তুমি দেখবে মানুষের কথার
ভাব ভঙ্গি বদলে গেছে !
তখন কিছু মানুষের মন থেকে
তুমি ধীরে ধীরে হারিয়ে যাবে।
মানুষ সময়ের প্রয়োজনে,
মানুষের কাছে আসে।
———— রোকন আহমেদ।
তাং: ১৬/০৫/১৮ইংরেজী।