. আমি কারো পরিচয়ে,পরিচিত
হতে আসিনি !
আমার কর্মদক্ষতায়
আমার পরিচয়!
আমার আচার-ব্যবহারে
আমার পরিচয়!
আমি সমাজে সব শ্রেণীর
মানুষের ভালোবাসায়
মুগ্ধ হয়ে বেঁচে থাকা
আমার পরিচয়!
আমি মানুষ,সৃষ্টির শ্রেষ্ঠ
এই তো আমার পরিচয় !
----///----
মোঃ রোকন আহমেদ।
২০ ফেব্রুয়ারি ২০২২ সাল।