. মানুষের কথা যদি বলি
আমি তো মানুষ,
আমাকে কেন মানুষের গুলিতে
আজ প্রাণ দিতে হচ্ছে ?
ধর্মের কথা যদি বলি
আমি তো আমার ধর্মে আছি,
আমাকে কেন অন্যে ধর্মের
রোশানলে পড়তে হচ্ছে ?
দেশের কথা যদি বলি
আমি তো আমার দেশের
মাটির সাথে মিশে আছি,
আমাকে কেন আজ দেশ-
ছাড়তে হচ্ছে ?
জাতীয়তার কথা যদি বলি
আমার সংস্কৃতি,আমার মুল্যবোধ,
আমার হৃদয়ে লালন করছি !
আজ কেন আমার নাগরিক
অধিকার হতে আমি বঞ্চিত হচ্ছি !
————————-///———————
ফিলিস্তিন এবং বার্মার নাগরিকসহ সকল
অধিকার বঞ্চিত মানুষের জন্য আমার এই
কবিতাটি উৎসর্গ করলাম !