.       হাসতে জানলে,হাসো তুমি
        হাসতে আমি জানি,
        শিশু মুখে হাসি দেখে
        মুগ্ধ হবে তুমি।
        হা হা হা হা হা।

        চাঁদের হাসি জোৎস্না আলো
        নদীর ঢেউয়ে হাসে,
        তোমার হাসির গল্প শুধু
        এই তো সময় কাটে।
        হা হা হা হা হা।

        ফুলের হাসি পুষ্প ছড়ায়
        ভ্রমর উড়ে আসে,
        কবি লেখে হাসির গল্প
        পাঠক পড়ে হাসে।      
        হা হা হা হা হা।

        হা হা করে হাসো যত
        হাসতে মানা নেই,
        মুখটি শুধু ঢেকে রেখো
        মাছি,ঢুকলো এই।
        হা হা হা হা হা।

        হাসতে জানলে,হাসো তুমি
        হাসতে আমি জানি,
        ইচ্ছে করে যতই হাসো
        হাসির রাজা তুমি।
        হা হা হা হা হা।

        হাসতে জানলে,হাসো তুমি
        হাসতে আমি জানি,
        অতি হাসি দুঃখের লক্ষণ
        দুঃখ আছে জানি।
        ওহহো ওহহো ওহহো।
              ----///----
        মোঃ রোকন আহমেদ।
        ১৩ মার্চ ২০২১ সাল।