. আমি ভীষন পিপাসায় কাতর
আমাকে জল দাও,
আমার গ্লাসে জল নেই।
আমার কাঁত্তে ইচ্ছে করে
কিন্তু,চোখে জল নেই !
হে নদীর
তোমার বুক দেখি আজ জল শূণ্য
তুমি তো বহু বছর আগে মরে গেলে।
হে নদী;
তুমি তো পূর্ণ যৌবন ধরে রেখেছিলে
যুগ হতে যুগে যুগে।
আজ কেন তুমি হারিয়ে গেলে
কালের বিবর্তনে,
যত সর অভিসাব বালু চরে রেখে।
হে নদী;
আমি ভীষন পিপাসায় কাতর
আমাকে জল দাও,
আমার গ্লাসে জল নেই।
আমার কাঁত্তে ইচ্ছে করে
কিন্তু;চোখে জল নেই !
হে নদী:
আজ কোথাও খুজে পাইনি
তোমার জেলের দল,
শত শত পাংসী ভেসে ছিল
তোমার বুক ভড়া জলে।
হে নদী;
আজ প্রচন্ড তাপদাহে শোকিয়ে গেছে
বনের যত তরুলতা,
নিঃশব্দ সবুজের কান্নায়
কোথাও খুজে পাইনি,
সবুজের শীতল ছায়া।
আমার মন খুঁজে বেড়ায়
বসন্তের স্নিগ্ধ হিমেল হাওয়া।
হে নদী;
আমি ভীষন পিপাসায় কাতর
আমাকে জল দাও,
আমার গ্লাসে জল নেই
আমার কাঁত্তে ইচ্ছে করে,
কিন্তু;চোখে জল নেই।
হে নদী;
পাখিরা উড়ে নিল আকাশে
সীমাহিন পথ কত,
কোথাও খুঁজে পাবে তার গন্তব্য
ভাসমান জীবন তাদের আকাশে
আর কত উড়ে বলো।
হে নদী;
আমি ভীষন পিপাসায় কাতর
আমাকে জল দাও,
আমার গ্লাসে জল নেই
আমার কাত্তে ইচ্ছে করে,
কিন্তু;চোখে জল নেই।
হে নদী;
তোমার মৃত্যুতে আমি শোকাহত
আমি মর্মাহত,
আজ;
আমি ভীষন পিপাসায় কাতর
আমার গ্লাসে জল নেই !
আমার কাঁত্তে ইচ্ছে করে
কিন্তু;চোখে জল নেই !
———————-///——-
মোঃ রোকন আহমেদ।
মাইল এন্ড (লণ্ডন থেকে)
তাং ০৪/১১/১৭ ইংরেজী।
সময় রাত ১২:৩০ মিঃ