.   কবর নামটি ভয় আমার,
    ডাকে প্রতিদিন,
    এ দুনিয়ায় মুসাফির খাঁনা
    ফিরবো একদিন।

    আমার,দুনিয়াদারী জমিদারী
    আছে দালান বাড়ি,
    ভোগবিলাস সব অনর্থক
    আমল হবে সাথী।

    দিন বদলের সময় আমার
    কবর হবে স্হান,
    আলো বিহীন কবর হবে
    আমি ভয়ে পেরেশান।

    আত্বীয় স্বজন পুত্র কন্যা
    ফুলের মত বধূ ,
    হাতে গড়া সংসার আমার
    রেখে যাবো শুধু।

    দিন যায়,দুনিয়া নিয়ে
    কত স্বপ্ন মনে,
    রাতে বেলায় অবশ শরীর
    কবর আসে চোখে।

    কিরামন কাতিবিন দুই ফেরেস্তা
    আমল নামা লিখে ,
    পাপে হলো সময় ক্ষেপন
    হিসাব নিবে খুঁজে।

    সময় কারো বেশী নয়রে
    কোরআন করো সাথী,
    নবীর সুন্নাহ জীবন গড়ো
    কবর হবে শান্তি।

    আমি অধম আল্লাহ নিকট
    এই মিনতি করি,
    পরজগতে তোমার সাক্ষাৎ পেতে
    আমি আশায় আছি।
            ----///-----
    মোঃ রোকন আহমেদ।
    ২৯ ভাদ্র ১৪৩০বঙ্গাব্দ।