.       সুখী জীবন খুঁজিতে গিয়ে
        আমি হলাম দীর্ঘ পথের যাত্রী,
        এ পথে আছে সুখ,দুঃখ
         মানুষে পায় খুঁজি।

        আমি এ পথে চলতে চলতে
        জীবনের সাথে অংক করি,  
        এ পথে আছে সত্য,মিথ্যা
        মানুষের নেয় বুঝি।

        আমি এ পথে চলতে গিয়ে
        কখনো পাই সম্মান,
        কখনো হলাম অপমান,
        মানুষ তার কর্মে প্রাপ্যে
        খুঁজে পায় তার প্রতিদান।

        আমি এ পথে চলতে চলতে
        শুনি  কত হাসি,কত কান্না,
        এখানে কেহ সুখী হয়ে হাসে,
        আবার কারও দুঃখের জীবনে
        আসে তার,বুক ফাটানো কান্না।

        আমি এ পথে চলতে চলতে
        সম্মুখে ভয়ংকর পথ দেখি,
        এ পথে আছে যুদ্ধ,রক্তপাত
        মানুষের বাঁচার আর্তনাদ শুনি।

        আমি এ পথে চলতে চলতে
        দিন শেষে পথে হলাম ক্লান্ত,
        কত মনীষী,কত দার্শণিক
        খুঁজে পেল সঠিক গন্তব্য।

        দীর্ঘ পথে চলতে চলতে
        হতবাক হলাম আমি,
        হায় আফসোস,কত উত্থান
        কত পতন দেখে জীবন গেল চলি।
                   ------///------
        মোঃ রোকন আহমেদ।
        ২১ মে ২০২১ সাল।