.  হে বৎস! কান পেতে শোন!
   অপদস্থ করতে পারো,
   মনের ক্রোধ থেকে! 
   কিন্তু ;সম্মান করতে শিখনি
   পারিবারিক শিক্ষা থেকে !

   কি আশ্চার্য মানুষ!
   যখন অপদস্থ হয়,
   চোখের পানি টলমল করে! 
       আবার;
   যখন প্রশংসিত হয়,
   তখন মানুষ মুগ্ধ হয়ে হাসে!
       ------///-----
   মোঃ রোকন আহমেদ।
   ২৮ জানুয়ারি ২০২২ সাল।