. কঠিন দরিদ্রতায় মধ্যে মানুষ
পৃথিবীতে বেঁচে থাকার
শিক্ষা নেয় !
দুঃখ,কষ্ট,অভাব অনটন
দারিদ্রতার শিকল !
এই শিকল থেকে মানুষ
পরিত্রাণ করে;
শ্রম ও কর্মে মাধ্যমে !
পরিশেষে মানুষ তার
সুখের নীড়;তিলে তিলে
গড়ে তুলে !
তখন;মানুষ খুঁজে পায়
একটি সুন্দর পৃথিবী;
এই পৃথিবীতে বেঁচে থাকা
তার স্বার্থক !
আবার অধিক সুখী মানুষ
গভীর স্বপ্নে মুগ্ধ হয়ে আছে !
কখনো তার জীবনে দারিদ্রতার
শিকল পড়েনি !
পৃথিবীকে আজও তার
জানা নেই,কারণ;
মানুষের স্বপ্ন অনেক উর্দ্ধে !
কখনো নিচের দিকে
তার দৃষ্টি পরেনা;
দারিদ্রতার ভয়ে !
কিন্তু;তার সুখ তার কাছে
অল্প কিছুদিন বিছতার করে;
তার স্বপ্ন রেখে যায়,তার প্রজন্ম কাছে !
মানুষ পৃথিবী পরিত্যাগ করে
কিন্তু;সে দারিদ্রতা না পড়ায়
পৃথিবীকে আজও চিনতে পারিনি !
----------///------
মোঃ রোকন আহমেদ৷
মাইলএন্ড ( লণ্ডন থেকে)
তাং ১০/০৩/২০১৯ ইংরেজী !