. দেখো দেখো আল্লাহ সৃষ্টি
আ হা কত সুন্দর,
কুরআন পড়ে বুঝে নাও
আল্লাহ কথা আরো সুন্দর!
শোনো শোনো আল্লাহ নাম যত
আ হা কত সুন্দর,
যে নামে ডাকো তুমি,তত হবে মুগ্ধ
আ হা আল্লাহ নাম,কত সুন্দর!
খোল খোল চোখ খোল
দেখো আল্লাহর সৃষ্টি,
যত দেখবে,চোখ হবে ক্লান্ত
আ হা কত সুন্দর,আল্লাহ সৃষ্টি !
শেনো শোনো আল্লাহ নাম যত
আ হা কত সুন্দর,
যে নামে ডাকো তুমি,তত হবে মুগ্ধ
আ হা আল্লাহ নাম কত সুন্দর !
দেখো দেখো আল্লাহ জমিন
আ হা কত সুন্দর,
বৃক্ষ-তৃণলতা আছে সেজদারত
আ হা তার,সৃষ্টি কত সুন্দর।
দেখো দেখো স্রষ্টা পাহাড়
আ হা কত সুন্দর,
ঝর্ণা স্রোতে পাথর হলো শীতল
আ হা কত সুন্দর !
দেখো দেখো নদী দেখো
আ হা কত সুন্দর,
মিষ্টি পানি আর মাছে ভরফুল
আ হা কত সুন্দর!
দেখো দেখো আল্লাহ সৃষ্টি
আ হা কত সুন্দর !
শোনো শোনো আল্লাহ নাম যত
আ হা কত সুন্দর !
যে নামে ডাকো তুমি,হবে মুগ্ধ
আ হা আল্লাহ নাম কত সুন্দর!
দেখো দেখো আল্লাহ আকাশ
আ হা কত সুন্দর,
মেঘ ভাসে শূন্যে,চাঁদে যত জোসনা
তারায় তারায় রজনী
আ হা কত সুন্দর !
দেখো দেখো আল্লাহ সৃষ্টি
আ হা কত সুন্দর !
দেখো দেখো আল্লাহ সাগর দেখো
আ হা দেখো কত সুন্দর,
নোনা পানি,মিষ্টি পানি অন্তরাল
আ হা সাগর কত সুন্দর !
ওহে মানুষ দেখো,ফলে ফুলে
আ হা জগৎ কত সুন্দর,
না জানি আরশে আজিম তার
আ হা কত সুন্দর !
-----///-----
মোঃ রোকন আহমেদ।
২ মার্চ ২০২২সাল।