. যতই তুমি আশায় রবে
করবে তোমার সময় ক্ষয়,
যত টুকু অর্জন আছে
সেটা তোমার কাজে লয়।
আশায় তোমার জীবন ভাসে
তারে যায় না ধরা,
কর্ম তোমায় বিকল করে
অধিক আশা করা।
সকাল বেলা জেগে শুধু
আশায় ফিকির করো,
সুস্হ্য সবল শরীর আছে
হাতে কর্ম ধরো।
কারো আশায় জীবন গড়ায়
ভিক্ষার ঝুলি গলে,
আবার কারো আশা অল্প সময়
কর্ম নিচ্ছে খুজেঁ।
আশায় কিন্তু সবাই করি
সকল আশা সমান নয়,
আমির বাদশা অধিক আশায়
তারই কিন্তু ব্যর্থ হয়।
তাং ১৮/০৬/১৮ ইংরেজী।
মাইল এনড ( লণ্ডন থেকে )