.       হযরত হযরত হযরত
        মোর প্রাণের হযরত,
        সালাম ও দোরুদ পেশ করি
        রওজা মোবারক !

        রাসুল রাসুল রাসুল
        মোর হৃদয়ে রাসুল,
        তুমি যে আল্লাহ প্রেরিত
        জগতে শান্তির দূত !

        হযরত হযরত হযরত
        মোর প্রাণের হযরত,
        সালাম ও দোরুদ পেশ করি
        রওজা মোবারক !

        আলামিন আলামিন আলামিন
        মোর মনের প্রত্যয়,
        তুমি জীন ও মানবকে
        দিলে মুক্তির পথ প্রদর্শক !

        হযরত হযরত হযরত
        মোর প্রাণের হযরত,
        সালাম ও দোরুদ পেশ করি
        রওজা মোবারক !

        মুহাম্মাদ মুহাম্মাদ মুহাম্মাদ
        মোর নিশ্বাসে হরদম,
        তুমি জগত প্রশংসিত
        হে শ্রেষ্ঠ মহা মানব !

        হযরত হযরত হযরত
        মোর প্রাণের হযরত,
        সালাম ও দোরুদ পেশ করি
        রওজা মোবারক !

        খাতামুন নবী ইয়া খাতামুন নবী
        করি আকুল মিনতি,
        হাশর দিবসে আমায় শাফায়েত
        নছিব করিও তুমি !

        হযরত হযরত হযরত
        মোর প্রাণের হযরত,
        সালাম ও দোরুদ পেশ করি
        রওজা মোবারক !

        হযরত হযরত হযরত
        মোর প্রাণের হযরত,
        সালাম ও দোরুদ পেশ করি
        রওজা মোবারক !
        ------///----/
        --------লণ্ডন ( থেকে)
        সময় রাত ২:০০ টায়।
        ০৩/জুন /২০১৯ ইংরেজী।