রোদে উজ্জ্বল আকাশ ছিলো,
বারুদের ধূয়ায় হলো কালো।
সবুজ বাংলায় রক্তে রঞ্জিত
ছাত্র জনতা আবুসাঈদ আরো কত।

মার গুলি,মার বুকে
ফিরে দে বাক স্বাধীনতা,
আর মারবে কত ?

শিউরে উঠে মন,আসে যখন পঁচিশ ফেব্রুয়ারী
মায়ের বীর সন্তান,শ্রেষ্ঠ সৈনিক,
যারা করেছে শহিদ ওরা দেশবিদ্রোহী
গাদ্ধার মুনাফেক।

আকাশে বাতাসে হায় মাতম
শুধু চার পাশে শুনি হাহাকার,
অবুঝ শিশু বাবার খুঁজে চোখে ঝর্ণা বহে
ফিলখানায় যেতে চায় আবার।

মার গুলি,মার বুকে
ফিরে দে বাক স্বাধীনতা,
আর মারবে কত ?

রোদে উজ্জ্বল আকাশ ছিলো
বারুদের ধূয়ায় হলো কালো।
সবুজ বাংলায় রক্তে রঞ্জিত
ছাত্র জনতা আবুসাঈদ আরো কত।

মার গুলি,মার বুকে
ফিরে দে বাক স্বাধীনতা,
আর মারবে কত ?
           --------////-------
১৬ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ রোকন আহমেদ।