. ঐ ভাসে যে আল্লার তরি
রহমতের দরিয়ায়,
যারে যা মন উড়ে যা তুই
হাতিমে ক্বাবায় !
ঐ ভাসে যে আল্লার তরি
রহমতের দরিয়ায় !
ঐ তরিতে যাত্রি উঠাও
মুমিন উম্মত দেখি,
ঐ তরিতে হাল ধরছো
আমার মোহাম্মাদ নবী !
ঐ ভাসে যে আল্লার তরি
রহমতের দরিয়ায় !
ঐ তরিতে পাল তুলেদে--
হাতে রেখো ইমানের রশ্মী,
এই কোরআন যে তোমার সনদ
নবীর সোন্নায় দাও পাড়ি !
ঐ ভাসে যে আল্লার তরি
রহমতের দরিয়ায় !
আমি পাপি উম্মত তোমার
তোমার সানে দরুদ করি,
ঐ তরিতে আমায় উঠাও
এই মিনতি রাখি !
ঐ ভাসে যে আল্লাহর তরি
রহমতের দরিয়ায় !
ঐ ভাসে যে আল্লার তরি
রহমতের দরিয়ায়,
যারে যা মন উড়ে যা তুই
হাতিমে ক্বাবায় !
------///-----
মোঃ রোকন আহমে।
লণ্ডন থেকে।
তাঃ ২৫ জুন ২০১৯ইংরেজী !