. ওরে আসিতেছে, নতুন নবীন
বরণ করে লও তাকে,
ও হে বিদায়ী প্রবীণ।
ছিলেম সুখে-দুঃখে বার মাস
সংসারে আর কর্মে,
সফলতা আর ব্যর্থতায়
সময় গেছে চলে।
গেল দিন ছিল ভালো
ভাবিনি গো কখন,
কে জানে আগামী দিনে
কি হবে,কি ঘটে কখন ?
হয় তো,শুনবে কারো মুখে
আশায় শান্তির বাণী,
আল্লাহর কাছে প্রার্থনা করি
না যেন দেখি যুদ্ধে,
মানুষের খুনাখুনি।
সুখী হতে যাবে নববর্ষে-
দু হাজার বাইশ সালে,
কেমন করে ভাবলে,হবে সুখী ?
এটা তো,মহান আল্লাহর ইচ্ছাতে।
------///-----
মোঃ রোকন আহমেদ।
২৯ ডিসেম্বর ২০২২ সাল।