.       তুমি পরের সুখে বিমুঢ় হলে
        ভাবছ,কোথায় পাবে সুখ,
        আপনার ঘর সুখের স্বর্গ
        খুঁজে নাও,সেথায় আছে সুখ।

        কারো ঘরে কোরমা পোলাও
        নিঃশ্বাস ফেলো না দেখে,
        আপনার ঘরে ডাল ভাতে
        তৃপ্তি ভরে খাবে।

        দিনে এনে,দিনে খাবে
        এই তো সংসার চলছে,
        কত কষ্ট,ক্লান্ত দেহ
        গভীর সুখে ঘুমে।

        ধনকুব কে সুখী ভাবছ
        মোটেই সুখী নয়,
        ধন সন্পদে চিন্তায় মাথায়
        ঘুম যে হলো ক্ষয়।

        কুঁড়েঘরে ছনের ছানী
        সুখের নীড়ে তুমি,
        প্রকৃতির তার ভালোবাসায়
        মুগ্ধ রেখেছে জানি।

        দালান ঘরে শান্তি আছে
        কে বলেছে ভাই ?
        হঠাৎ ফ্যান বন্ধ হলে
        তীব্র গরমে,ঘুম যে চোখে নাই।
 
        সুখী সংসার দেখতে চাইলে
        কুড়েঘরে এসো,
        ছনের ঘরে,পান্তা ভাতের
        তোমার সুখটি উপলব্ধি করো। 
              -----///-----
        মোঃ রোকন আহমেদ।
        ৭ এপ্রিল ২০২১ সাল।