. উদয়ের ডাকে,মহা প্রলয়
ছেড়ে যাবে আজ,
সুপ্রভাত নব প্রজন্ম
আজ তুমি উঠো জেগে !
রজনীর আবরণ কেটেছে
আর নেই আঁধারে ভয়,
সূর্যের রশ্মি দূর দিগন্তের
পথ খুলে গেছে !
আজ ভোরে পাখি উড়ে যাবে
ডানা মেলে মুক্ত আকাশে,
পশ্চিমে দিগন্তের পথে দেখে
ফিরে আসবে,গোধূলি লগ্নে !
উঠো জেগে,হে নব প্রজন্ম
দখিনা দুয়ারে সু-বাতাস
বয়ে গেছে এই প্রহরে !
আর নয়,বল প্রয়োগ যত সব
যন্ত্রণা,দুঃখ বেদনা,আত্মগ্লানি
আজ সব ব্যর্থতা ছুড়ে ফেলো
উত্তরে হিমালয়ে !
সুপ্রভাত নব প্রজন্ম
আজ তুমি উঠো জেগে !
—————//——-
মোঃ রোকন আহমেদ
মাইল এন্ড ( লণ্ডন থেকে )
তাং ০৭/১১/২০১৮ ইরেজী !