. হে ! মহান করুনাময় আল্লাহ
শিক্ষা দিয়েছেন কোরআন,
আমরা পেয়েছি মুক্তির নির্দশনা
জীবন গড়া এই সংবিধান !
সৃষ্টি করেছেন মানুষ আপনি
আপনার সৃষ্টির প্রশংসা,
আমি এই গোনাহ গারে করি !
শিখিয়েছেন বর্ণনা মানুষকে
আমি নির্বোধ বান্দা আপনার,
জ্ঞান দাও আমাকে !
সূর্য চন্দ্র হিসাব মতে চলে
কত সু-শৃঙ্খল রেখেছেন ধরনীকে,
তাতে আছে জ্বীন ইনসান
আপনার সৃষ্টির কুলে !
তৃণলতা বৃক্ষাদি আছে সেজদারত
আমিও আপনাকে সেজদা করি,
কখনো হয়নি অ-কৃতজ্ঞ !
আকাশকে করেছেন সমুন্নত
এখানে স্হাপন করেছেন সূর্য,
তার আলোয় পৃথিবীকে
করে রেখেছেন পরিপূর্ণ !
স্হাপন করেছেন তুলাদন্ড
শিখিয়েছেন মানুষকে ইনসাফ,
যাহাতে সঠিক বণ্টন হয় তুলাদন্ড ।
সতর্ক করেছেন মানব জাতি কে
আমরা কখনো সীমালংঘন,
করি না যেন,এই তুলাদন্ডে ।
সর্তক করেছেন ন্যায্য ওজন
কায়েম করার জন্যে এবং
ওজনে কম যেন না হয় !
আমরা ন্যায্য ওজন কায়েম করবো
কখনো আদেশ অমান্য করবোনা,
এবং ওজনে কম দিবো না !
পৃথিবী স্হাপন করেছেন
সৃষ্টি জীবের জন্যে,
এখানে রেখেছেন নদীর প্রবাহ
পাহাড় পর্বত,এই সৃষ্টি জীবের জন্যে !
তাতে রেখেছন ফলমুল
বহিরাবরণ বিশিষ্ট খর্জুর বৃক্ষ,
কত যে সু-সান্ধ্য রশালো ফল
আর ভিষণ তাপ দাহে,
ছায়া দেয় খর্জু বৃক্ষ !
আরো রেখেছেন খোসা বিশিষ্ট শস্য
ও সুগন্ধি ফুল !
শস্য দ্বারা মানুষের খাদ্যের
ক্ষুধা নির্বাণ করেছেন,
ফুল থেকে মানুষকে সুগন্ধ,সুরভী
ও মনের প্রশান্তি দিয়েছেন।
অতএব তোমরা উভয়ে
তোমাদের পালনকর্তার,
কোন কোন অনুগ্রহ
অস্বীকার করবে ?
আমার পালনকর্তার অনুগ্রহে
আমরা স্বীকার করি,
আমরা কখনো অকৃতজ্ঞ হবোনা
আমার পালনকর্তার নেয়ামতের প্রতি !
--------///------
মোঃ রোকন আহমেদ।
লণ্ডন থেকে।
১২ ডিসেম্বর ২০১৯ ইংরেজী।