. বিছমিল্লাহির রাহমানির রাহীম এর আলোকে রচিত।
------------------------------
বিছমিল্লাহির রহমানির রাহীম,
ইহা একটি আরবি কাব্যবদ্ধ !
যার অর্থ হলো,পরম করুণাময় অসীম দয়ালু
আল্লাহর নামে শুরু করিতেছি !
মহান আল্লাহ তাআ'লা জ্বীন ও মানব -
জাতিকে সৃষ্টি করেছেন!
আর আমরা তারিই দয়ায়,
এ পৃথিবীতে বেঁচে আছি !
আমরা জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত
আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করতে
যত টুকু ভালো কাজ করার প্রযোজন,
তাহা মহান আল্লহর তাআ'লার নামে শুরু করি !
পবিত্র কুরআন মজিদে ১১৪ টি সুরা মধ্যে
সুরা তাওবা ব্যতিত ১১৩ টি সুরায়,
বিসমিল্লাহির রহমানির রাহীম বলতে
মহান আল্লাহ তাআ'লা আদেশ করেছেন !
বিছমিল্লাহির রাহমানির রাহীম বলার ফজিলতে
মহান আল্লাহ তাআ'লা মুমিনগণের দৈনন্দিন জীবনের
প্রতিটি কাজে রহমত বর্ষিত করেন !
আর আমরা মুমিনগণ,মন্দ কাজ পরিত্যাগ করে,
মহান আল্লাহ তাআ'লার আদেশে প্রতি আনুগত্য হই,
তখন মহান আল্লাহ তাআ'লা
মুমিনগণের মর্যাদা বৃদ্ধি করে দেন !
মহান আল্লাহ তাআ'লা আমাদেরকে প্রতিটি প্রতিটি-
ভালো কাজে বিসমিল্লাহির রহমানির রাহীম এর
উপর আমল করার তৌফিক দাও,আমীন !
--------///------
মোঃ রোকন আহমেদ।
২৯ নভেম্বর ২০২১ সাল!