- আমার গানের পাখি,
গেছে উড়ে বনে ।
কতো সখের পাখি আমার,
রাখলাম দেহ ঘরে !
খাজনা ছাড়া বাস করেছে,
কেনো গেলো উড়ে ?
আমার গানের পাখি,
গেছে উড়ে বনে।
ঘরটা ছিল ঠুটা পাটা
খেলছে আপন মনে ;
তাসের খেলার হিসাব ভুলে-
গেছে পাখি উড়ে ।
আমার গানের পাখি,
গেছে উড়ে বনে।
নিমের পাতা বরই ফুলের
ছিলো পানি গরম,
সে পানিতে গোসল হবে
ভাগলো পাখি তখন !
আমার গানের পাখি
গেছে উড়ে বনে।