.       ফুল দোলছে জোৎস্না হাঁসে
        এই রজনী বেলা;
        ফুলের মাধুরী ঘুম ধরেছে
        আমি জেগেছি একা !

        রিমঝিম রিমঝিম রিমঝিম
        আলোর ফুলকি উড়ে,
        জোনাকি এখন চলে এলো
        রজনীর দিবস জানে !

        শির শির বাতাস আছে
        ফুল দোলছে বাঁগিচায়,
        ভ্রমর খুঁজে ফুলের পাপড়ি
        মধু হরণ করে যায় !

        মেঘের সাথে লুকোচুরি
        রূপালী চাঁদের খেলা;
        মেরুয়ার ঢেওয়ে জোৎস্নার স্পর্শে
        শাপলা ফুলের মেলা !

        শিমুল ডালে কোকিল ডাকে
        কুহু কুহু সুরে;
        ফুল মাধূরীর ঘুম ভেঙেছে
        উঠলো এবার জেগে !

        হাসনা হেনা ফুলের ঘ্রাণ
        ছঁড়িয়ে গেছে বাড়ি;
        ফুল মাধুরী প্রেমের স্পর্শে
        কবিতা লিখি আমি !
            ***///***
        মাইল এন্ড ( লণ্ডন থেকে)
        ০১ এপ্রিল ২০১৯ ইংরেজী।