. আজ ফুল ফুটেছে বাগানে
কারে দিব ভাবি মনে !
সে তো আজ
আমায় গেছে ভূলে,
আজ ফুল ফুটেছে বাগানে।
প্রথম দেখাতে হলো ভালবাসা,
না বুঝে করেছিলাম আশা !
এই ভালবাসায় কাটা
পড়ে আছে মনে,
আজ ফুল ফুটেছে বাগানে।